নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দল ঘোষণা

মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই। গত শনিবার ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন শারদুল ঠাকুর ও দিনেশ কার্তিক। এছাড়া ছুটিতে থাকা ওপেনার শিখর ধাওয়ানও আছেন ঘোষিত দলে। দল থেকে বাদ পড়েছেন ৪ ক্রিকেটার মোহাম্মদ শামি ও লোকেশ রাহুল। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষেও দলে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এবার নিউজিল্যান্ড সিরিজের দলেও জায়গা পাননি তারা। ফলে স্পিন অ্যাটাকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও যোবেন্দ্র চাহাল।

২২ অক্টোবর মুম্বাইয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৫ অক্টোবর পুনেতে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ ম্যাচে কানপুরে ২৯ তারিখে মুখোমুখি হবে তারা।

ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, মনীষ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যোবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও শারদুল ঠাকুর।