না ফেরার দেশে আর্জেন্টিনার ফুটবল প্রেসিডেন্ট

 

মাথাভাঙ্গা মনিটর: অবশেষেনা ফেরা দেশে চলে গেলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টজুলিও গ্রন্দোনা। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেনতিনি ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। ফিফা প্রেসিডেন্ট শেপব্লাটারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন গ্রন্দোনা। ফিফার সিনিয়রভাইস-প্রেসিডেন্ট গ্রন্দোনা ফিফা- ফিনান্স কমিটির প্রধানও ছিলেন ৷ ২০১৫-তে  এ পদ থেকে সরে দাঁড়াবেন বলে আগেই ঘোষণা করেছিলেন গ্রন্দোনা ৷ কিন্তু,তারআগেই পৃথিবী থেকেই চলে গেলেন কিংবদন্তি ফুটবল প্রশাসক। ১৯৭৯-তে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টেরদায়িত্ব নেন গ্রন্দোনা। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবলের সর্বময় কর্তাছিলেন তিনি। ২০১৪ ব্রাজিলে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-জার্মানি ম্যাচ দেখতে মারাকানায় উপস্থিত ছিলেন গ্রন্দোনা। তারমৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলারবলেন, আমাদের ফুটবল প্রেসিডেন্ট জুলিও গ্রন্দোনা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ফুটবলের জন্য এটা একটা খারাপ দিন। ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।