নারী সাংবাদিককে পটাতে গিয়ে ফাঁসলেন গেইল!

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস গেইল আমুদে,জীবনটা উপভোগ করেন প্রাণভরে। জ্যামাইকান এ ঝোড়োব্যাটসম্যানের রসবোধ অতুলনীয়। স্বভাবসুলভ রসিকতায় এক নারী সাংবাদিককে‘পটাতে’গিয়ে বেশ বিপত্তিতেই পড়েছেন গেইল।ক্যারিবিয়ান প্রিমিয়ারলিগে (সিপিএল) মাঠে নামবে জ্যামাইকা-গায়ানা। ম্যাচের আগে জ্যামাইকাঅধিনায়ক গেইলকে এক নারী সাংবাদিক জিজ্ঞেস করলেন, অনুশীলন ও আবহাওয়ারপরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত উইকেট কেমন মনে হচ্ছে? সাবেক উইন্ডিজ অধিনায়কেরসরস জবাব, আসলে আপনাকে তো এখনো ছুঁয়ে দেখিনি। ফলে বলতে পারছি না কেমন মনেহচ্ছে। তবে আপনার হাসিটা ভালো লেগেছে,দারুণ! গেইলের মন্তব্যের পর উঠেছে সমালোচনার ঝড়।

সিপিএল কর্তৃপক্ষ অবশ্য গেইলকেরক্ষার চেষ্টা চেলাচ্ছে। ‘অ্যান্টিগা অবজারভার’পত্রিকায় সিপিএলের একমুখপাত্রের উদ্ধৃতি ছাপা হয়েছে এভাবে, টুর্নামেন্ট নিয়ে ক্রিস (গেইল) খুবইরোমাঞ্চিত। সাংবাদিকের সাথে একটু ঠাট্টা-মশকারা করেছে। কোনো বাজেউদ্দেশ্যে নয়। নারী সাংবাদিকও আমুদে ভঙ্গিতেই তার (গেইল) সাথে আলাপকরেছেন। ফলে মনে করি না এটা অপরাধমূলক কিছু ছিলো।এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ‘উইমেন এগেইনস্ট রেপ’ (ওয়ার)। ওয়ারেরপ্রধান আলেক্সান্দ্রিনা ওং সিপিএলের ভূমিকার সমালোচনা করে একে ‘লিঙ্গবৈষম্যমূলক ও আধিপত্যপরায়ণ’বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,নারীবৈষম্যমূলক আচরণ করা গেইলের ঠিক হয়নি। কোনটি শোভনীয় আর কোনটি শোভনীয় নয়, সেটি গেইলের মতো সিনিয়র ক্রিকেটারের অবশ্যই জানা থাকা উচিত। গেইলকে দ্রুতক্ষমা চাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।