নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড

 

স্টাফ রিপোর্টার: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আজ রোববার শিরোপা লড়াইয়ে প্রথম চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সর্বশেষ দু আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কায় গত বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল এ দু দলই। গত শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশ মেয়েরা ৯ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ক্লোয়ে ট্রায়ন (৪০) আর মিগনন ডু প্রিজ ছাড়া দু অঙ্কে পৌঁছুতে পারেননি আর কোনো প্রোটিয়া ব্যাটসম্যান। এক বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ১০১ রানে। ইংল্যান্ডের সবচেয়ে সফল বলার পেসার অ্যানিয়া শ্রাবসোল। তিনি ৪ ওভারে মাত্র ১২ রানে ২ উইকেট নিয়েছেন। আফ্রিকার দেয়ার ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সারা টেলর আর শার্লট এডওয়ার্ডসের ৬৭ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় ইংল্যান্ড। ৩৬ রান করে এডওয়ার্ডস বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে টেলর ও হিদার নাইটের ৩৫ রানের জুটি ১৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড নারী ক্রিকেটদল। টেলর অপরাজিত থাকেন ৪৪ রানে।