নাপোলি জিতলেও হেরেছে মিলান

মাথাভাঙ্গা মনিটর: ইতালির শীর্ষ লিগ সেরি আতে আবারো হেরেছে এসি মিলান। তবে জয়ধারা অব্যাহত রেখেছে নাপোলি। গত শনিবার ঘরের মাঠে ফিওরেন্তিনার কাছে ২-০ গোলে হেরে গেছে মিলান। শেষ তিন ম্যাচে মিলানের এটি দ্বিতীয় আর সবমিলিয়ে পঞ্চম হার। আর নিজেদের মাঠে কাতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি। সান সিরোয় ২৭ মিনিটে পেরুর ফরোয়ার্ড হুয়ান ভারগাসের গোলে এগিয়ে যায় ফিওরেন্তিনা। আর ৭৩ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার বোর্জা ভালেরোর লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় অতিথিদের। নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোয় তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১৫ মিনিটে স্পেনের ফরোয়ার্ড হোসে ক্যালেহন ও ২০ মিনিটে স্লোভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিকের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পাঁচ মিনিট বাদে ব্যবধান কমান আর্জেন্টিনার মিডফিল্ডার লুকাস কাস্ত্রো। গোলশূন্য দ্বিতীয়ার্ধের পর হাসিমুখে মাঠ ছাড়ে ডিয়েগো ম্যারাডোনার সাবেক দলটি। ১১ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে নাপোলি। গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসেরও পয়েন্ট সমান, কিন্তু গোল গড়ে পিছিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সবার ওপরে আছে এএস রোমা। এক ম্যাচ কম খেলে তাদের অর্জন ৩০ পয়েন্ট। ১১ ম্যাচ খেলে মাত্র ১২ পয়েন্ট পাওয়া এসি মিলানের অবস্থান দশম।