নরওয়েতে রিয়ালের হোঁচট

মাথাভাঙ্গা মনিটর: নতুন মরসুম শুরুর আগে প্রস্তুতিমূলক শেষ প্রীতি ম্যাচে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। নরওয়ের ক্লাব ভালেরিঙ্গার সাথে গোলশূন্য ড্র করেছে তারা। নরওয়ের রাজধানী অসলোয় রোববারের এ ম্যাচে ছিলেন না চোট আক্রান্ত ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। আক্রমণভাগের এ দুই তারকার অনুপস্থিতিতেও প্রায় পুরোটা সময় মাঠে আধিপত্য ধরে রাখে রিয়াল। প্রথম ১৫ মিনিটে দুর্দান্ত খেলেন গ্যারেথ বেল ও ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো। গোল করার দারুণ দুটি সুযোগ পেয়েছিলেন ওয়েলসের ফরোয়ার্ড বেল, কিন্তু সাফল্য মেলেনি। এবারের প্রাক-মরসুম পর্বে রিয়ালের এটি ছিলো সপ্তম ম্যাচ। আগের ৬ ম্যাচের তিনটিতে জেতে তারা। দুটি ম্যাচ ড্র হয় এবং অন্যটিতে হারে রাফায়েল বেনিতেসের দল। অস্ট্রেলিয়া ও চীনে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জিতলেও গত সপ্তাহে জার্মানিতে আউডি কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় স্পেনের ক্লাবটি। নতুন মরসুমের প্রস্তুতি পর্বের শেষটা আশানুরূপ না হলেও তাতে হতাশ হতে হচ্ছে না রিয়ালের কোচ রাফায়েল বেনিতেসের। ম্যাচের ইতিবাচক দিকগুলো থেকেই প্রতিযোগিতামূলক লড়াইয়ে নামার আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছেন তিনি। আগামী ২৩ আগস্ট স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লা লিগার শিরোপা লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ।