দ্রাবিড়ের শহর ইন্দোরে আজ টেস্ট শুরু

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ বৃহস্প্রতিবার ইন্দোরেই শুরু হচ্ছে। মধ্য প্রদেশের শুনসান এই শহরটাতে অবশ্য দুই প্রতিবেশি দেশের সাদা পোশাকের লড়াই নিয়ে তেমন উন্মাদনা চোখে পড়েনি। তবে ভারতীয় ক্রিকেটের আলোচনাতেও ইন্দোরের অবস্থান বেশ পোক্ত। বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান (১১২, প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯৩৬) সৈয়দ মুশতাক আলীও ইন্দোরের। যার নামেই এখন ভারতের ঘরোয়া ক্রিকেটে একটি টি-২০ টুর্নামেন্ট রয়েছে। ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ের জন্মও ইন্দোরে। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সিকে নাইডুর মৃত্যু (১৯৬৭ সালে) হয়েছে এই শহরে। লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানিওর ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠাও এখানে। ইন্দোরে কোহলি-মুমিনুলদের টেস্ট জমে ওঠবে কি না তা সময়ই বলে দিবে। টেস্টের এক নম্বর দল ভারতের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াইয়ের চেষ্টা করবে নয় নম্বর দল বাংলাদেশ। মোহাম্মদ মিঠুনের কথায় তেমন কিছুর আভাসই পাওয়া গেল। গতকাল হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেছেন, ‘ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলা সবার জন্যই কঠিন, যেটা আমাদের জন্যও বড়ো চ্যালেঞ্জ। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।’ টি-২০ সিরিজটায় ২-১ এ হেরেছে বাংলাদেশ। তবে ক্ষুদে ফরম্যাটের একটি জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের। মিঠুন বলেছেন, ‘যখন আমরা এখানে আসি তখন হয়তো কেউ আসা করেনি যে আমরা ভারতকে টি-২০ তে হারিয়ে দিব, তাও আবার ওদের মাটিতে। কিন্তু আমাদের খেলোয়াড়দের মধ্যে বিশ্বাসটা ছিল। আমরা যখনই মাঠে নামি প্রতিপক্ষ কঠিন হোক বা সহজ হোক সবার সঙ্গে জেতার জন্য নামি। কখনো হয় আবার কখনো হয় না।’