দ্বিতীয় দিন শেষে ৭২ রানে পিছিয়ে টাইগাররা

 

স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৭২ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৭২ ওভার শেষে পাঁচ উইকেটে ২২১। সাকিব আল হাসান অপরাজিত রয়েছেন ৩১ রানে। দিনের শেষদিকে এসে তামিমের মতোই আশা দেখিয়ে সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম।  অধিনায়কের মতো দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন। তবে ব্যক্তিগত ৮৯ রানে ফিরতে হলো তাকে। ৭৭ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের ৭২তম ওভারে বেন স্টোকসের বলটি তার ব্যাট ছুঁয়ে জনি বেয়ারস্টোর গ্লাভসে ধরা পড়ে।

ইংল্যান্ডের দেয়া ২৯৮ রানের টার্গেটে ধীরগতিতে ব্যাট শুরু করে বাংলাদেশ।  সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত ৭৮ রান করে ব্যাটির বলে কট বিহাইন্ড হন এই হার্ড হিটার ব্যাটসম্যান। তার ১৭৯ বলের ইনিংসে ছিলো ৭টি চার। অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৪৫ রানে। সাকিব আল হাসান ব্যাটিং করছেন ২৯ বলে ১৪ রান।

এর আগে ব্যাটিঙের শুরুতে মঈন আলীর আঘাতে ২৯ রানে পরপর দু উইকেট হারায় বাংলাদেশের। স্পিন বল মুখোমুখি হতে শুরু থেকে সমস্যা থাকলেও দুর্দান্ত কিছু স্টোকে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইমরুল কায়েস। তাকে আউট করে ইংল্যান্ডের প্রথম সফলতা এনে দেন মঈন আলী। ব্যাট হাতে দলকে বাঁচানোর লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকার পর বল হাতেও সফলতা পান তিনি। নিজের প্রথম ওভারে ইমরুলকে ফিরিয়ে দেয়ার পর একই ওভারে দীর্ঘদিন পর মাঠে নামা মমিনুলকে সাজঘরে ফেরান তিনি। এর আগে মেহেদী হাসান মিরাজসহ বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত পারফর্মেন্সে ২৯৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।