দেশে মেসিদের উষ্ণ অভ্যর্থনা

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের আগে যে বিমানটি আর্জেন্টিনা দলকে উড়িয়ে নিয়ে এসেছিল ব্রাজিলে,সেটির গায়ে লেখা ছিলো,এগিয়ে চলো আর্জেন্টিনা। ফাইনালের পর ব্রাজিল থেকেযে বিমানটি আবার দেশে ফিরিয়ে নিয়ে এলো নীল-শাদাদের,সেটির গায়ে লেখা,ধন্যবাদ আর্জেন্টিনা। গতসোমবার দেশের মাটিতে পা রেখেই হাজারো মানুষের উষ্ণঅভ্যর্থনা পেলেন মেসিরা।প্রিয় দলকে স্বাগত জানাতে বুয়েনস এইরেসবিমানবন্দরের সামনে জমায়েত হয়েছিলো হাজারো মানুষ। অধিকাংশের হাতে ছিলো জাতীয়পতাকা। করতালি, স্লোগান আর ড্রামের বাদ্য-বাজনায় সবাই স্বাগত জানায় মেসিকে।উত্সাহী সমর্থকদের ভিড় ঠেলে খেলোয়াড়দের বহন করা বাসটি এগিয়ে চলার সময়তাদের মুখে অবশ্য ছিলো বিষাদ। তীরে এসে তরী ডোবার যাতনা যে একেবারেই মনথেকে মুছে যাওয়ার নয়। তারপরও সমর্থকদের সংবর্ধনা ছুঁয়ে গেছেমেসি-হিগুয়েইনদের। তারা এ অভ্যর্থনার জবাব দিয়েছেন দর্শকদের উদ্দেশে হাতনেড়েই।

এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফসি) কার্যালয়েখেলোয়াড়দের অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার। ম্লানবদনে সবার উদ্দেশে লিওনেল মেসি বললেন, আমাদের স্বাগত জানানোর জন্যআপনাদের সবাইকে ধন্যবাদ। দেশে বিশ্বকাপ শিরোপা নিয়ে আসতে পারলে খুবই ভালোলাগতো। সেটা নিয়ে আপনাদের সাথে উপভোগ করতে পারতাম। নিজেদের সবকিছু উজাড় করেদিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত আমরা পারিনি।