দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন রুবেল

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিরুদ্ধে পরাজয়ে নিজেকে দায়ী ভেবে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ক্রিকেটার রুবেল হোসেন। গতকাল সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এতো কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’

গতকাল ভারতকে ১৬৬ রানের টার্গেট দিয়ে শেষ বলে হেরেছে বাংলাদেশ। এই লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করতে সব থেকে বেশি অবদান ছিলো রুবেল হোসেনের। তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। অথচ সেই রুবেল হোসেনই ম্যাচ শেষে হয়ে গেলেন ভিলেন! কারণ শেষ দুই ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৪ রান। শেষের আগের ওভারে ২২ রান দেন দলের অন্যতম নির্ভরযোগ্য এই পেসার। এরপরই মূলত ম্যাচ ভারতের হাতে চলে যায়। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের পরাজয়ে রুবেলের ওপরই ক্ষিপ্ত ভক্তরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে তিরস্কার ও গালিগালাজে ভরিয়ে তোলে ভক্তরা। এরই প্রেক্ষিতে রুবেল হোসেন দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দেন।