দুঙ্গা কোচ হলে আমি কেন নই: ম্যারাডোনা

মাথাভাঙ্গা মনিটর: দুজনের মধ্যে অনেক মিল! খেলোয়াড়ি জীবনে দুজনই জিতেছেন বিশ্বকাপ। দুজনইছিলেন নিজেদের দলের কোচ। ২০১০ বিশ্বকাপে দুজনের শেষ হয়েছিলো কোয়ার্টারফাইনালে।ডিয়েগো ম্যারাডোনা আর কার্লোস দুঙ্গার কথাই হচ্ছে। লুইস ফেলিপে স্কলারির বিদায়ের পর ফের দুঙ্গাকে দায়িত্ব দিয়েছে ব্রাজিল।কোচের পদ খালি আর্জেন্টিনারও। ম্যারাডোনার প্রশ্ন এখানেই- দুঙ্গা আবার ব্রাজিলের কোচ হলে তিনি কেন নন? সম্প্রতি আর্জেন্টিনার একটি সংবাদ মাধ্যমে ম্যারাডোনা বলেছেন, দলে কোনো কোচ নেই। আমি আর্জেন্টিনার হয়ে খেলেছি।ব্রাজিল যদি দুঙ্গাকে দায়িত্ব দেয়, আর্জেন্টিনা কেন আমাকে নয়?যা হোক, দুবাইয়ে আমি ভালোই আছি। কারও মুখাপেক্ষী নই।’
বিশ্বকাপেআবার আর্জেন্টিনার পারফরম্যান্সের সমালোচনা করে ম্যারাডোনা বললেন, সাবেলাকিংবা খেলোয়াড়দের ওপর রূঢ় হতে চাই না। তবে আমি মনে করি না আর্জেন্টিনা (বিশ্বকাপে) একটি ম্যাচও ভালো খেলেছে।