দুই অধিনায়ক ছাড়াই ট্রফি উন্মোচন

স্টাফ রিপোর্টার: মাঝখানে ট্রফি, দু পাশে হাস্যোজ্জ্বল দু অধিনায়ক। প্রতিটি সিরিজের আগে নিয়মিত ছবি এটি। এবারও থাকছে ট্রফির ছবি। তবে বদলে গেছে ট্রফির দু পাশের মুখগুলো। দু অধিনায়কের বদলে এবার সেখানে স্পন্সরদের প্রতিনিধিরা!

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ও টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শিরোপা উন্মোচনের পাশাপাশি বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সদ্যশেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে টাইটলে স্পন্সর ছিলো ডাচ-বাংলা ব্যাংক। বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজেও তারাই থাকছে টাইটেল স্পন্সর। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে টাইটেল স্পন্সর ছিলো এ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, ব্যবস্থাপনা পরিচালক ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। এরপর ৯ অক্টোবর হবে দ্বিতীয় ওয়ানডে। প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। টেস্ট সিরিজ শুরু হবে ২০ অক্টোবর থেকে।