দিবারাত্রির টেস্টে বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্টের তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২০৯ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ক্যারিবীয়দের বিপক্ষে ইনিংস ব্যবধানে এটি ইংলিশদের তৃতীয় বড় ব্যবধানে জয়। এর ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেলো জোর রুটের দল।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫১৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৪৪ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পাওয়েল ১৮ ও কাইল হোপ ২৫ অপরাজিত থাকেন। তৃতীয় দিন ব্যাট হাতে ব্যর্থতার সবটুকুই ক্রিকেট বিশ্বের কাছে তুলে ধরে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানে অলআউট হয় তারা। অর্থাৎ তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজের ১৯টি উইকেটের পতন হয়েছে ২৬১ রানে। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে একদিনে সর্বোচ্চ উইকেট হারানোর রেকর্ড গড়লো ক্যারিবীয়রা।

রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জার্মেই ব্লাকউড সর্বোচ্চ ৭৯ রান করেন। এই ইনিংসে ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন ৩৪ রানে ৩ উইকেট নেন।ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডর বোলারদের সামনে এবারও অসহায় আত্মসমর্পন করেন তারা। এই ইনিংসে ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ইংল্যান্ডে পেসার স্টুয়ার্ট ব্রড ৩৪ রানে ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ২৪৩ রানের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। লিডসে আগামী ২৫ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড: ৫১৪/৮ডি, ১৩৫.৫ ওভার (কুক ২৪৩, রুট ১৩৬, রোস্টন ৪/১১৩)। ওয়েস্ট ইন্ডিজ : ১৬৮ ও ১৩৭, ৪৫.৪ ওভার (ব্র্যাথওয়েট ৪০, ব্রড ৩/৩৪)।