দিনটি নিজের করে নিলেন ইউনুস

মাথাভাঙ্গা মনিটর: ১৪ বছর আগের সেই টেস্টটা কি মনে পড়ছিলো ইউনুস খানের?এ গলেই ২০০০ সালের জুনেশ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬০০ তুলেছিলো পাকিস্তান। সেম্যাচে সাঈদ আনোয়ার,ইনজামাম-উল-হক,ওয়াসিম আকরামের সাথে সেঞ্চুরিপেয়েছিলেন ইউনুসও। গতকালও পেলেন। এ ডানহাতির ২৪তম টেস্ট শতকে প্রথম দিনেপাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৬১।অথচ শুরুটা কী দুর্দান্তই না করেছিলোশ্রীলঙ্কা! প্রথম দিনের প্রথম সেশনে ৫৬ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন লঙ্কানবোলাররা। কিন্তু ওই পর্যন্তই। লঙ্কান বোলাররা গোটা দিনে সেভাবে আর বাগেপেলেন না পাকিস্তানি ব্যাটসম্যানদের। নির্দিষ্ট করে বললে,ইউনুসই বড় ঢালহয়ে দাঁড়ালেন শ্রীলঙ্কার সামনে।
অধিনায়ক মিসবাহ-উল-হককে নিয়ে চতুর্থউইকেট জুটিতে করলেন ১০০। ৩১ রানে মিসবাহ ফিরে যাওয়ার পর আসাদ শফিককে নিয়েপঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১০৫ রান। দিন শেষে ইউনুস অপরাজিত ১৩৩ রানে।অন্যদিকে শফিক উইকেটে রয়েছেন ৫৫ রানে। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেটপেয়েছেন ধাম্মিকা প্রসাদ ও রঙ্গনা হেরাথ।পাকিস্তানের টেস্টব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি সংখ্যায় মোহাম্মদ ইউসুফের সাথে এখন দ্বিতীয়অবস্থানে ইউনুস। ২৫ সেঞ্চুরি নিয়ে সামনে কেবল ইনজামাম।