দামুড়হুদা চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা সদর রানার আপ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টর: ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যআয়ের দেশে উত্তরণে’ সারা দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক ৬ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল রোববার চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলার ৪ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৪টি কাবাডি টিম। প্রথম ম্যাচে দামুড়হুদা থানা দল ৪৪-১২ পয়েন্টে আলমডাঙ্গা থানা দলকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ৩৮-১৮ পয়েন্টে জীবননগর থানা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে দামুড়হুদা থানা দল ৩১-২১ পয়েন্টে চুয়াডাঙ্গা সদর থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাবাডি খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও অংশগ্রহণকারী দলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কাবাডি খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম)’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম, সদর থানা অফিসার ইনচার্জ দেওলায়ার হোসেন, দামুড়হুদা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, কাবাডি প্রতিযোগিতার স্পন্সর বাংলাদেশ টেলিকম প্লাসের স্বত্বাধিকারী মাইনুল ইসলাম জোয়ার্দ্দার রিপন, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ।
কাবাডি খেলাগুলো পরিচালনা করেন ওয়ালিউল্লাহ সিদ্দিক, ওবায়দুল হক জোয়ার্দ্দার, ফজলুল হক, মেহেরুল্লাহ মিলু ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসলাম রকিব।