দামুড়হুদায় ২ দিনব্যাপী স্বাধীনতাকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনব্যাপী স্বাধীনতা কাপ আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকালে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম ইমদাদুল হক, উপজেলা কৃষি অফিসার সুফী মোহা. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা. এনামুল করীম ইনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ। দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে দামুড়হুদা সদর, হাউলী, কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি এই ৪টি ইউনিয়ন টুর্নামেন্টে অংশ নেয়। খেলায় রেফারি ছিলেন ইউসুফ আলী, শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান ও মিরাজুল ইসলাম। আজ সোমবার বিকেল ৩টায় দামুড়হুদা ও হাউলী ইউনিয়ন দলের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরনবী।