দামুড়হুদায় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪৬তম জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে মদনা মাধ্যমিক বিদ্যালয় ও কার্পাসডাঙ্গা ফাজিল মাদরাসার ছেলেদের মধ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মদনা মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে কার্পাসডাঙ্গা ফাজিল মাদরাসাকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এরপর মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় ও নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেদের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। উভয় দলের ৫ জন করে খেলোয়াড় অংশ নেয়। তাতেও ফলাফল নিষ্পত্তি না হওয়ায় পর্যায়ক্রমে উভয়দলের মোট ৯ জন করে খেলোয়াড় পেনাল্টি স্যুটআউটে অংশ নেয়। শেষমেষ নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় ৭-৬ গোলে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালের টিকেট নিশ্চিত করে। খেলায় রেফারি ছিলেন সৈয়দ মাসুদুর রহমান খোকন, ইব্রাহিম হোসেন ও তিতুয়ার রহমান।
দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম.নুরুন্নবী, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল হক, শিক্ষক আব্দুল খালেকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় মাঠে উপস্থিত ছিলেন।