দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের ব্যর্থতার দিন

মাথাভাঙ্গা মনিটর: নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের ৪১তম আসরেরচতুর্থ রাউন্ডটি ভালো কাটেনি বাংলাদেশের। উন্মুক্ত বিভাগে ইউক্রেনের কাছে৩-১ পয়েন্টে হেরেছেন নিয়াজ মোর্শেদরা। আর সুইজারল্যান্ডের বিপক্ষে মাত্রআধা পয়েন্টই সংগ্রহ করতে পেরেছেন রানী হামিদরা।মঙ্গলবার উন্মুক্তবিভাগে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আবদুল্লাহ-আল রাকিব ড্রকরেন। তবে হেরে যান অপর দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও এনামুলহোসেন।জিয়াউর শাদা নিয়ে খেলে ক্রোয়েশিয়ার গ্র্যান্ডমাস্টার ভাসিলিইভানচুকের সাথে ড্র করেন। আর কালো নিয়ে খেলা রাকিব ড্র করেন আরেক গ্র্যান্ডমাস্টাররুসলান পোনোমারিওভের সাথে।গ্র্যান্ডমাস্টার ইলিয়ানভের কাছে হারেন শাদানিয়ে খেলা এনামুল। কালো নিয়ে খেলা নিয়াজ হারেন গ্র্যান্ডমাস্টার আলেক্সান্দারমইসেঙ্কোর কাছে।প্রথম দু রাউন্ডে জেতার পর তৃতীয় রাউন্ডে বেলজিয়ামের সাথে ড্র করে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে চার রাউন্ড শেষে বাংলাদেশের পয়েন্ট এখন৯।
এদিকে তৃতীয় রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের মেয়েরাচতুর্থ রাউন্ডে একেবারেই ব্যর্থ হন।চারজনের মধ্যে একমাত্র মহিলা ফিদেমাস্টার শারমিন সুলতানা শিরিন ড্র করে বাংলাদেশের জন্য আধা পয়েন্ট সংগ্রহ করেন। তারসুইস প্রতিপক্ষও একজন মহিলা ফিদে মাস্টার ছিলেন।হেরে যান দু মহিলাআন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আকতার এবং মহিলা ফিদে মাস্টার নজরানাখান।এদের মধ্যে একমাত্র নজরানার প্রতিপক্ষই মহিলা গ্র্যান্ডমাস্টার। বাকিদুজনের প্রতিপক্ষ দুজন মহিলা আন্তর্জাতিক মাস্টার।চার রাউন্ড মিলেবাংলাদেশের মেয়েদের পয়েন্ট এখন সাড়ে ৭।