দর্শনা অঙ্কুর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক সায়মা ইউনুস

 

মেধাবী প্রজন্ম বদলে দিতে পারে দেশ জাতি ও বিশ্বকে

দর্শনা অফিস: দর্শনা অঙ্কুর আদর্শ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, মেধাবী মুখ সৃষ্টির ক্ষেত্রে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতা একদিকে যেমন সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, অন্যদিকে বৃদ্ধি করে সাহস ও সহনশীলতা। গড়ে তোলে সুনাগরিক হিসেবে। তাই লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদেরকে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান এ প্রজন্ম যাতে প্রগতিশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সে ব্যাপারে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, আজকের ছেলে-মেয়েরাই একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে উজ্জ্বল করবে এ দেশের মুখ। তাই সর্বক্ষেত্রে বেশি বেশি করে খেলাধুলাসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। মনে রাখতে হবে একমাত্র মেধাবী প্রজন্মই পারে দেশ জাতি ও বিশ্বকে বদলে দিতে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিজ সুলতানা, হাজি খালেকুজ্জামান, বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।