দর্শনা অংকুর স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমপি টগর

 

এ ধরণের প্রতিযোগীতা লুকায়িত প্রতিভার বিকাশ ঘটায়

দর্শনা অফিস: দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততই উন্নত। শিক্ষায় উন্নয়নের মূল চাবিকাঠি, এ কথাটি ভেবেই আজকের প্রজন্মের মননে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আসুতোষ, আ.লীগ নেতা হাজি আকমত আলী, আলী মুনসুর বাবু, শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, মহি, আজাদ, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, আ. হাই টুকু, মামুন শাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক রেবা আলম, পারভিন আলম মিনু, সাবিনা ইয়াসমিন, আম্বিয়া খাতুন মুন্না, কামরুন্নাহার, ইসরাত জাহান, ক্রীড়া শিক্ষক খবির উদ্দিন প্রমুখ। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি টগর।