দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ খেলবে থাইল্যান্ড-অস্ট্রেলিয়া

 

রাজা ভূমিবল আডুলইয়াজের মৃত্যুতে দেশব্যাপী শোক পালন অব্যাহত রেখেছে থাইল্যান্ড। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফুটবল এসোসিয়েশন অব থাইল্যান্ড।বিশ্বের দীর্ঘতম সময় ধরে রাজত্ব করা ভূমিবলের মৃত্যুতে শোকাবহ থাইল্যান্ডে আগামী ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচটি আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এমনকি অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনও এ ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দাবি করে। মাসব্যাপী শোক পালনের উদ্দেশ্যে সব ধরনের বিনোদন, ক্রীড়া ইভেন্ট, উৎসব, কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেয় থাই সরকার। গত সপ্তাহে থাইল্যান্ড আসন্ন ম্যাচটি বাতিল কিংবা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন জানিয়েছিল।  কিন্তু সিডনি কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। সে কারণেই ম্যাচটি ব্যাংককেই অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু কোন দর্শককে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ফুটবল এসোসিয়েশস অব থাইল্যান্ডের সভাপতি সোময়িত পুমপানমোং। তবে শেষ পর্যন্ত যদি আদৌ দর্শকদের প্রবেশের অনুমতি দেয়া হয় তবে সব ধরনের উৎযাপন থেকে তাদের বিরত রাখা হবে। এমনকি শুধুমাত্র সাদা কিংবা কালো পোশাকধারীরাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে বলে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে।২০১৮ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে এশিয়ান বাছাইপর্বে গ্রুপ-বি’তে অস্ট্রেলিয়া বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে প্রথম চার ম্যাচে থাইল্যান্ড এ পর্যন্ত কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। ইতোমধ্যেই থাই ফুটবল কর্তৃপক্ষ মৌসুমের সব ধরনের ঘরোয়া ফুটবল আয়োজন বাতিল করেছে।