দক্ষিণ আফ্রিকায় কোন রোমাঞ্চের অপেক্ষায় টাইগাররা?

স্টাফ রিপোর্টার: দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর লঙ্গার ভার্সনেও বাংলাদেশকে নিয়ে নতুন চিন্তার সময় এসে গেছে। ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলকে পরপর তিনটি সিরিজে হারানোর পর ক্রিকেট বিশ্বের সমীহ আদায় করে নিয়েছে টাইগাররা। লঙ্গার ভার্সনে উপমহাদেশের কন্ডিশনে সাফল্যের পর এখন সাকিব-তামিমদের নতুন পরীক্ষার ক্ষেত্র দক্ষিণ আফ্রিকা। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে নতুন এক রোমাঞ্চের অপেক্ষায় আছে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে সফরের চূড়ান্তপর্ব শুরু হবে। তার আগে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে টাইগারদের। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ অক্টোবর। লঙ্গার ভার্সনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে স্পিনারদের বড় ভূমিকা ছিলো। কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেস অ্যাটাকে জোর দিতে হবে। তাছাড়া ওপেনিংয়ে একটি স্থায়ী জুটি তৈরি করাটা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে সৌম্য সরকারের জায়গায় এনামুল হক বিজয়কে নেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। লঙ্গার ভার্সনে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে হলে ব্যাটিংয়ের ওপর আরও জোর দিতে হবে বাংলাদেশকে। সব মিলিয়ে ব্যাট-বলের কম্বিনেশন হলে দক্ষিণ আফ্রিকাতেও তৈরি হতে পারে টাইগারদের নতুন রোমাঞ্চ।