দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

 

মাথাভাঙ্গা মনিটর: কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ২৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই জয়ে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করলো প্রোটিয়ারা। প্রথম ম্যাচ ২০৬ রানের বড় ব্যবধানে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। ৫০৭ রানের জয়ের লক্ষ্যে টেস্টের তৃতীয় দিন ব্যাটিং-এ নেমেছিলো শ্রীলঙ্কা। ৪ উইকেটে ১৩০ রান করে দিন শেষ করেছিলো লঙ্কানরা। ফলে টেস্ট জিততে ম্যাচের বাকি দু দিন আরও ৩৭৭ রান প্রয়োজন পড়ে সফরকারীদের। আর দক্ষিণ আফ্রিকার দরকার ছিলো ৬ উইকেট। টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে মাত্র ২২ ওভারেই শ্রীলঙ্কার বাকি ৬ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ২২৪ রানে অলআউট হয়ে ম্যাচ হারে লঙ্কানরা। প্রোটিয়ারদের পক্ষে পেসার কাগিসো রাবাদা ৫৫ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে ম্যাচ সেরা হন রাবাদাই। শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৯, রঙ্গনা হেরাথ অপরাজিত ৩৫ ও দীনেশ চান্ডিমাল ৩০ রান করেন। জোহানেসবার্গে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ৩৯২ ও ২২৪/৭ডি.। শ্রীলঙ্কা : ১১০ ও ২২৪। ফল : দক্ষিণ আফ্রিকা ২৮২ রানে জয়ী।