ত্রিদেশীয় সিরিজে নেই গেইল, ফিরেছেন নারাইন

 

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ত্রি-দেশীয় সিরিজে প্রথম চার ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর এ দলে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল, অধিনায়ক ড্যারেন স্যামি ও অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। জায়গা পাননি অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। তবে এ স্কোয়াডে জায়গা পেয়েছেন অফস্পিনার সুনিল নারাইন ও কাইরন পোলার্ড। গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি ক্যারিবীয় এ ক্রিকেটারদের।

নারাইন মূলত গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন এবং এরপরই নিষিদ্ধ হন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি না হওয়ায় নিজেকে সেখান থেকে প্রত্যাহার করে নেন।তবে গত এপ্রিলে আইপিএল শুরু হওয়ার আগে তার বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা দেয় আইসিসি। আগামী ৩ জন এ সিরিজ শুরু হবে।