তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মেয়েরা

 

মাথাভাঙ্গা মনিটর: কারলি লয়ডের অসাধারণ নৈপুণ্যে জাপানকে হারিয়ে তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ জিতল যুক্তরাষ্ট্র। গত রোববার কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ৫-২ গোলে এশিয়ার দলটিকে হারিয়েছে তারা।ম্যাচের শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ১৬ মিনিটের মাথায় ব্যক্তিগত হ্যাটট্রিক পূরণ করেন লয়ড। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি জাপানিরা। ৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান লয়ড। এরপর ১৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। এ নিয়ে দলটি তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো। এর আগে ১৯৯১ ও ১৯৯৯ সালে ফিফার নারী বিশ্বকাপ শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র।