তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা চেলসির

মাথাভাঙ্গা মনিটর: তিন ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা নিশ্চিত করেছে চেলসি। গতকাল রোববার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে একমাত্র গোলে হারিয়ে পঞ্চম শিরোপা ঘরে তুলল ইংলিশ জায়ান্ট। এর আগে ২০০৯-১০ মরসুমে শেষবার ইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিলো লন্ডনের ক্লাবটি। ১৯৫৪-৫৫ মরসুমে প্রথম ঘরোয়া লিগের শিরোপা জিতেছিলো তারা। চেলসির হয়ে কোচ জোসে মরিনিয়োর এটা তৃতীয় লিগ শিরোপা। ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করার ম্যাচে চেলসির জয়ের নায়ক এডেন হ্যাজার্ড। ৪৫তম মিনিটে তার পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন ক্রিস্টালের গোলরক্ষক, কিন্তু ফিরতি বলে হেড করে জালে জড়ান বেলজিয়ামের এ মিডফিল্ডার। ৩৫তম রাউন্ডেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া চেলসির পয়েন্ট ৮৩। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট সমান ৬৭।