তিন ম্যাচ নিষিদ্ধ আকমল

মাথাভাঙ্গা মনিটর: আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পাশাপাশি তাকে ১ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে। এছাড়া আগামী দুই মাস বিদেশি কোনো লিগে খেলার অনাপত্তিপত্রও পাবেন না তিনি। এতে করে ৩ নভেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের শুরুর দিকে খেলা হচ্ছে না তার।

লাহোরে অনুশীলন ক্যাম্পে কোচ মিকি আর্থার তাকে গালিগালাজ করেছেন- এমন অভিযোগ এনে গত মাসে সংবাদ সম্মেলন করেছিলেন আকমল। বিষয়টি তদন্তেরও দাবি জানান তিনি। তার অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই কমিটি আকমলের অভিযোগের কোনো সত্যতা পায়নি। বরং আকমল যে আচরণবিধি ভঙ্গ করেছেন, সেটি প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে আচরণবিধির তিনটি ধারা ভঙ্গ করার অপরাধ প্রমাণিত হয়েছে। প্রধানত অনুমতি ছাড়া সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দেয়া।