তারদেলির জোড়া গোলে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: মেসি, নেইমারদের ওপর থাকা আলোটা নিজের দিকে কাড়লেন দিয়েগো তারদেলি। এই ফরোয়ার্ডের জোড়া গোলেই আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নদের সুপার ক্লাসিকো জয়ে দুই অর্ধে একটি করে গোল করেন তারদেলি। দেশের হয়ে এই প্রথম গোল করলেন তিনি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গোলের কয়েকটি সুযোগও হাতছাড়া করেন তিনি। শেষ চারটি পেনাল্টির তিনটি থেকেই গোল করতে ব্যর্থ হলেন তিনি। শনিবার সন্ধ্যায় বেইজিংয়ের বার্ডস নেস্ট নামে পরিচিত অলিম্পিক স্টেডিয়ামে লাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াইয়ের শুরু থেকেই ছিল উত্তেজনা। প্রথম ২০ মিনিটে আর্জেন্টিনার একের পর এক আক্রমণে কোনঠাসা ছিল ব্রাজিল। তবে ম্যাচের ২৮তম মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডারদের ভুল ব্রাজিলকে এগিয়ে দেন আতলেতিকো মিনেইরোর ফরোয়ার্ড তারদেলি।করে বিপদমুক্ত করতে গিয়ে বল দেন ডি বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা তারদেলিকে। তার শট ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি সের্হিও রোমেরো। শুরুতে খুব একটা বল না পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সতীর্থদের পাসগুলো পৌঁছায় নেইমারের কাছে। গোল না পেলেও আর্জেন্টিনার

Brazil's+Diego+Tardelli+(R)+scores+their+first+goal+against+Argentina

রক্ষণভাগে ঠিকই ভীতি ছড়ান বার্সেলোনার এই ফরোয়ার্ড। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ হারান নেইমার। বল নিয়ে বিপজ্জনকভাবে আর্জেন্টিনার ডি-বক্সে ঢুকে পড়লেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ দিকে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় আর্জেন্টিনা। দানিলো বলে পা লাগালেও পড়ে যান আনহেল দি মারিয়া। মেসির পেনাল্টি শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন। দ্বিতীয়ার্ধের শুরুতে মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। নেইমার বিপজ্জনক জায়গায় বল দিয়েছিলেন ফেলিপে লুইসকে। কিন্তু তিনি শট লক্ষ্যে রাখতে পারেননি। ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারদেলি। কর্নার থেকে আসা বলটিতে মাথা লাগাতে পারেননি দাভিদ লুইস। বল পেয়ে যান অরক্ষিত তারদেলি; খুব কাছ থেকে হেড করে বল পাঠিয়ে দেন জালে। রোমেরোর ভুলে কয়েক মিনিট পর হ্যাটট্রিক পেয়েই যাচ্ছিলেন তারদেলি। ব্যাক পাস থেকে বল পান রোমেরো। তিনি শট করার আগে একটু সময় নেন। এ ফাঁকে ছুটে আসে তারদেলি। রোমেরোর শট তার পায়ে লেগে অল্পের জন্য জালে জড়ায়নি। শেষ দিকে তারদেলির বদলে কাকাকে মাঠে নামান দুঙ্গা। যোগ করা সময়ে মাঠ ছাড়ার আগে দেড় বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা এই মিডফিল্ডারের হাতেই অধিনায়কের আর্মব্যান্ড পড়িয়ে দেন নেইমার। নতুন কোচ দুঙ্গার অধীনে এটি ব্রাজিলের তৃতীয় জয়। এর আগে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই ১-০ গোলে জেতে ব্রাজিল। নতুন কোচ জেরার্দো মার্তিনোর অধীনে এই প্রথম হারলো আর্জেন্টিনা। তার প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এ নিয়ে ৯৬ বার মুখোমুখি হলো ব্রাজিল-আর্জেন্টিনা। এ জয়ে আর্জেন্টিনাকে স্পর্শ করলো ব্রাজিল। দু দলই জিতেছে ৩৬টি ম্যাচ। আর বাকি ২৪টি ম্যাচ ড্র হয়েছে।