তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগারদের সহজ জয়

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে টাইগাররা। ১৭১ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮.৩ ওভারেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। গতকাল সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটে পাঠান স্বাগতিক অধিনায়ক মাশরাফি। রুবেল, মোস্তাফিজ ও সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে  ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ করে ১৭০ রান।

জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। সলোমন মিরে ও ক্রেইগ এরভিনকে ফেরান তিনি। দলীয় ৩০ রানের মাথায় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাসাকাদজাকে ফিরে জিম্বাবুয়েকে চাপে ফেলেন টাইগার অধিনায়ক মাশরাফি। সেই চাপে ধুঁকে ধুঁকে পথ চলে জিম্বাবুয়ে। দলীয় ৫১ ও ব্যক্তিগত ২৪ রানে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন ব্রেন্ডন টেইলর। সিকান্দার রাজা একপ্রান্ত আগলে ডুবন্ত তরীর ঝাণ্ডা ধরে রাখেন। রাজা দলীয় ১৩১ রানে সাকিবের থ্রোতে রান আউটের শিকার হলে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর ১৬১ থেকে ১৭০ রানের মধ্যেই শেষ ৪ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। টাইগারদের হয়ে সাকিব ৩টি, মুস্তাফিজ ২টি ও রুবেল ২টি উইকেট লাভ করেছেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ৫২ রান করেন।

বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে সাজঘরে ফিরিয়ে দেন সিকান্দার রাজা। এনামুলের সংগ্রহ ১৪ বলে ১৯ রান। এনামুলের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব। সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হওয়ার আগে সাকিব ৪৬ বলে ৫ বাউন্ডারিতে ৩৭ রান সংগ্রহ করেন। তামিম ইকবাল ৮৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে অপরাজিত ছিলেন। মুশফিকও ১৪ রান করে তামিমকে সঙ্গ দিয়ে যান।