ঢাকা মেট্রোপলিটন টেবিল টেনিস টুর্নামেন্ট প্রতিযোগিতায় শৈলমারীর সুইটি রানারআপ

 

বেগমপুর প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা বেগমপুর শৈলমারী গ্রামের সেনা সার্জেন্ট হাফিজের মেয়ে স্বর্নালী সুইটি রানারআপ হয়েছে। রানারআপ হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের নিকট থেকে পুরস্কার গ্রহণ করে।

জানা গেছে, গত ৩ মার্চ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৩২টি প্রাইমারী স্কুল নিয়ে ঢাকা মেট্রোপলিটন টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৫ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ঢাকা বিএসআই ইংলিশ মিডিয়াম স্কুল বনাম প্রয়াস ক্যান্টনমেন্ট স্কুল। এ খেলায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রয়াস ক্যান্টনমেন্ট স্কুলের পক্ষ থেকে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় এবং একক ভাবে রানারআপ হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের সেনা সার্জেন্ট হাফিজের মেয়ে স্বর্নালী ইয়াসমিন সুইটি। গতকাল স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম পুরস্কার হিসেবে চেক তুলে দেন তার হাতে।

উল্লেখ্য, সুইটি গত ২০১৫ ন্যাশনাল অলিম্পিকে আমেরিকায়  ১৩৬টি দেশের ২৫টি ইভেন্টে খেলে স্বর্ণ, রৌপ্য ও সিলভার পদক পেয়ে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলো।