ঢাকায় শ্রীলঙ্কার প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার: নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) দু কর্মকর্তা। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ভেন্যুগুলো ঘুরে দেখবেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানান, গতকাল রোববার এসএলসির সহসভাপতি মোহন ডি সিলভা ও পরিচালক অজিত জয়াসেকারা ঢাকা পৌঁছান। আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসার কথা। আগামী দু দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। ১৭ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে হওয়ার কথা সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। তবে শ্রীলঙ্কার প্রতিনিধি দলটি সেখানে যাচ্ছে না। রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। তবে দুবাইতে আইসিসির সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেনকে এসএলসি সভাপতি জয়ান্থা ধর্মদাসা শ্রীলঙ্কা সফরের বিষয়ে নিশ্চয়তা দেন। গণমাধ্যমকে অবশ্য এসএলসি সভাপতি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগে তাদের দু জন প্রতিনিধি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যাবে। বিরোধীদলের একটানা হরতাল-অবরোধের কারণে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফর নিয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছিলো শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বিসিবির একটি প্রতিনিধি দল।

একটানা অবরোধ ও হরতালের জন্য নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড ডব্লিউআইসিবি। এ কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। গত ২৬ নভেম্বর থেকে বিরোধীদলের দফায় দফায় হরতাল ও অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে। অবশ্য সোমবার থেকে অবরোধ স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।