ড্র করলেই নকআউট পর্বে ইউভেন্তুস

 মাথাভাঙ্গা মনিটর: ঘরোয়া লিগে শীর্ষস্থান ধরে রাখলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনও নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি ইউভেন্তুস। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের সাথে ড্র করলেই সেরা ষোলোতে উঠে যাবে ইতালির সফলতম দলটি। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় স্পেনের দলটির বিপক্ষে নিজেদের মাঠে খেলবে ইউভেন্তুস। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে সুইডেনের ক্লাব মালমোর বিপক্ষে ঘরের মাঠে খেলবে গ্রিসের দল অলিম্পিয়াকোস।

পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইউভেন্তুস। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আতলেতিকো আগেই পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করেছে। ইউভেন্তুসের বিপক্ষে এই ম্যাচে ন্যূনতম এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে গতবারের রানারআপরা। সেরা ষোলোতে ওঠার সম্ভাবনা আছে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অলিম্পিয়াকোসেরও। তবে সেক্ষেত্রে শেষ ম্যাচে মালমোকে হারাতেই হবে তাদের। সেই সাথে প্রার্থনা করতে হবে যেন আতলেতিকোর কাছে হেরে যায় ইউভেন্তুস।
অলিম্পিয়াকোসের চাওয়া পূরণ হলে তাদের এবং ইউভেন্তুসের পয়েন্ট হবে সমান ৯। তখন নিয়মানুযায়ী দেখা হবে এ দু দলের মুখোমুখি লড়াইয়ের হিসেব। তাতে দু দলই নিজেদের মাঠে জেতায় এবং সমান সংখ্যক গোল করলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় নকআউট পর্বে উঠবে অলিম্পিয়াকোস। প্রথম লেগে অলিম্পিয়াকোস নিজেদের মাঠে ১-০ গোলে ইউভেন্তুসকে হারিয়েছিলো। আর ফিরতি লেগে ইউভেন্তুস ঘরের মাঠে ৩-২ ব্যবধানে জিতেছিলো।