ডি সিলভার পদত্যাগ

 

মাথাভাঙ্গা মনিটর: আসন্ন চ্যাম্পিয়ন্স টফির আগে বড় একটি ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) ক্রিকেট কমিটি থেকে গতকাল পদত্যাগ করেছেন দেশটির সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা। গত বৃহস্পতিবার বিকেলেই নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন ৫১ বছর বয়সী ডি সিলভা। এ বিষয়ে ডি সিলভার মন্তব্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, কমিটির সঙ্গে আলোচনা না করে এসএলসি বড় ধরনের অনেক সিদ্ধান্ত নেয়া নাখোশ ছিলেন ডি সিলভা। মূলত এসএলসির ক্রিকেটীয় বিষয়ে একটি পরামর্শক প্যানেল হিসেবে কাজ করে এই ক্রিকেট কমিটি।

এসএলসির কোচিং বিভাগের উন্নয়নে ডি সিলভার চিন্তা-ভাবনা সকলের কাছ থেকে প্রশংসিত হচ্ছিলো। গত বছর নিজ মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ করার পর অধিনায়ক এঞ্জেলো ম্যাথুজ দলের এ ঐতিহাসিক জয়ে এককভাবে ডি সিলভার অবদানের কথা উল্লেখ করেছিলেন।

২০০৩ সালে অবসর নেয়ার পর থেকে মূলত নির্বাচক কমিটির প্রধান ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ডি সিলভা।