ডি ভিলিয়ার্সে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ রানের বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে ৪০৮ রান করে প্রোটিয়ারা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংস। ক্যারবীয় দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুতে মাত্র ৩.৩ ওভারে জিম্বাবুয়ের সাথে আগের ম্যাচে দু সেঞ্চুরিয়ান ক্রিস গেইল (৩) ও মারলেন সামুয়েল (০) আউট হন। এরপর থেকে নিয়মিত বিরতি ছাড়াই উইকেট পড়তে থাকে ক্যারবীয়দের। দু অংক না ছুঁতে সাজঘরে ফেরেন ৩ ব্যাটসম্যান। এছাড়া শূন্য রানে আউট হন আরো ৩ ব্যাটসম্যান। একমাত্র স্মিথ (৩১) ও জেসন হোল্ডার (৫৬) ছাড়া কেউই দাঁড়াতে পারেনি প্রোটিয়াদের বোলিং তোপে। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ৫, কাইল অ্যাবট ও মরনে মর্কেল ২টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৪০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ভিলিয়াস ৬৬ বলে করেন অপরাজিত ১৬২ রান। এছড়া আমলা ৬৫, ফাফ ৬২ ও রোজ্জাও করেন ৬১ রান। ওয়েস্ট ইন্ডিজের গেইল ও রাসেল ২টি করে উইকেট নেন।