টেস্ট হারের শোধ নিতে জয়ে শুরু পাকিস্তানের

মাথাভাঙ্গা মনিটর: বাবর আজমের শতক আর বুড়ো হাড়ের ভেলকি দেখানো শোয়েব মালিকের ৮১ রানের ওপর ভর করে ২৯৩ রানের বড় সংগ্রহই গড়েছিলো পাকিস্তান। আর সেই সংগ্রহ তাড়া করতে গিয়ে ২০৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পাকিস্তান তুলে নেয় ৮৩ রানের বড় জয়। আর এই জয়ের মধ্যদিয়ে টেস্ট সিরিজ হেরে বসা পাকিস্তান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে যে দারুণভাবে ফিরে এসেছে তা আর বলতে হয় না। ব্যাট করতে নেমে জয়ের ভীত গড়ে দিয়েছিলেন বাবর আজম ও শোয়েব মালিক। ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন বাবর। আর শোয়েব খেলেন ৬৫ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস। ওপেনার ফখর জামান (৪৩) ও মোহাম্মদ হাফিজও (৩২) বড় সংগ্রহ গড়তে সহায়তা করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে বেশ প্রতিকূল অবস্থায় পড়ে শ্রীলঙ্কা। ৫৩ ও ৫০ রান করে শ্রীলঙ্কার পক্ষে প্রতিরোধ গড়তে পেরেছেন শুধু লাহিরু থিরিমানে ও আকিলা ধনঞ্জয়। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছে থিরিমানেকে। তবে ৫০ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ধনঞ্জয়।
শেষপর্যন্ত দুই পেসার রুম্মান রইস ও হাসান আলীর তোপের মুখে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে লঙ্কানরা। রুম্মান ও হাসান দু’জনেই নেন তিনটি করে উইকেট। এর আগে প্রথম টেস্টে ২১ রানে হারের পর সিরিজের দ্বিতীয় টেস্টে ৬৮ রানে হারে পাকিস্তান। আগামী ১৬ অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।