টেস্ট-টি-টোয়েন্টির পর ওয়ানডেরও শীর্ষে সাকিব!

স্টাফ রিপোর্টার: টেস্ট আর টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও আইসিসির অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ওয়ানডে দলের সহঅধিনায়ক সাকিব বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙেয়ের শীর্ষে উঠলেন।

ওয়ানডেতে অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে উঠতে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পেছনে ফেলেন সাকিব। অবশ্য ব্যাট-বল হাতে ভালো পারফরম্যান্স করে নয়, ম্যাথিউস খারাপ করায় শীর্ষে উঠেছেন বাংলাদেশের সেরা এ খেলোয়াড়। গত রোববার শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ১৫ রান করেন ম্যাথিউস। শ্রীলঙ্কার অধিনায়ক বল হাতে কোনো উইকেট পাননি, ২ ওভারে দেন ১৭ রান।

ওয়ানডের অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙে বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। হাফিজের রেটিং পয়েন্ট ৩৯৭। আগে শীর্ষে থাকা ম্যাথিউসের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৩৯৫। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অসাধারণ খেলে টেস্ট অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন সাকিব। এরপর হাফিজকেই ছাড়িয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙের শীর্ষস্থান ফিরে পান বাংলাদেশের সেরা ক্রিকেটার।