টেস্টকে বিদায় জানালেন জয়াবর্ধনে

মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেট বইয়ের সব শট তাঁর দখলে। ব্যাকরণ মেনে মাঠের চারপাশে স্ট্রোকের পসরাসাজিয়ে তুলে নিয়েছেন একেকটা অনবদ্য সেঞ্চুরি। শ্রীলঙ্কা ক্রিকেটের মহিরুহমাহেলা জয়াবর্ধনে বিদায় জানিয়ে দিলেন শাদা পোশাককে। দক্ষিণ আফ্রিকা ওপাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ খেলেই টেস্ট থেকে জয়াবর্ধনের বিদায়। তবেতিনি ওয়ানডে ম্যাচ চালিয়ে যাবেন।এক বিবৃতিতে জয়াবর্ধনে জানিয়েছেন, গত১৮ বছর দেশের প্রতিনিধিত্ব করার বিশেষ অধিকার ও সম্মান পেয়েছি। ফলেসিদ্ধান্ত নেয়াটা কঠিন ছিলো। তবে আমার মনে হয়, এটিই উপযুক্ত সময়।’ ১৪৫টেস্টে ২৪৪ ইনিংসে ৫০.১৮ গড়ে ১১ হাজার ৪৯৩ রান সংগ্রাহক জয়াবর্ধনেরসেঞ্চুরি ৩৩ ও হাফ সেঞ্চুরি ৪৮টি। শ্রীলঙ্কান ক্রিকেটারের মধ্যে কুমারাসাঙ্গাকারার সাথে যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক জয়াবর্ধনের টেস্ট অভিষেক১৯৯৭ সালে,কলম্বোয়,ভারতের বিপক্ষে।