টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ নারী দল ঘোষণা

স্টাফ রিপোর্টার: আগামী ১৫ মার্চ থেকে ভারত বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দলটি প্রকাশ করে। এই আসরে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। ১৫ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মার্চ দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। একই মাঠে হবে ম্যাচটি। ২০ মার্চ চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ২৪ মার্চ দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
বাংলাদেশ দল জাহানারা আলম, আয়শা রহমান, সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, নাহিদা আক্তার, শায়লা শারমিন, ও সানজিদা ইসলাম।