টি-টোয়েন্টি নিয়ে দুশ্চিন্তায় মুশফিক

মাথাভাঙ্গা মনিটর: ওয়ানডে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার পর মুশফিকুররহিমের দুশ্চিন্তা এখন সফরের একমাত্র টি-টোয়েন্টি নিয়ে। টি-টোয়েন্টিক্রিকেটের ছোটো বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজের ‘বিগ হিটারদের’ কিভাবে ঠেকানোযায়, এ নিয়েই ভাবছেন বাংলাদেশ অধিনায়ক।গত সোমবার তৃতীয়ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৯১ রানে হারানো ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়ে ওয়েস্ট ইন্ডিজ।এর মধ্যে একটি ওয়ানডেতে এক ম্যাচে তাদের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও আছে।২০০৮ সালে কানাডারবিপক্ষে ১৪টি ছক্কা ছিলো তাদের রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে এসেছে ১৯টি ছক্কা। যার ১১টিদিনেশ রামদিনের ব্যাট থেকে আর ৮টি ড্যারেন ব্র্যাভোর ব্যাট থেকে এসেছে।রামদিন আর ব্র্যাভোছাড়াও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে আছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ড্যারেন স্যামিরমতো ‘বিগ হিটার’। তৃতীয় ওয়ানডে শেষে টি-টোয়েন্টি ম্যাচে এদের কিভাবে আটকানো যায় তানিয়ে দুশ্চিন্তার কথা বলেন মুশফিক।‘টি-টোয়েন্টিরআগে আমাদের অনেক কাজ করতে হবে। ছোট মাঠে ‘বিগ হিটার’দের সামলাতে আমাদের কিছু পরিকল্পনাকরতে হবে।ওয়েস্ট ইন্ডিজেরবিপক্ষে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টিটি হবে সেন্ট কিটসে বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবারভোর ৬টায়)।