ঝড়ো সেঞ্চুরিতে তামিমের নতুন রেকর্ড

 

স্টাফ রিপোর্টার: ঝড়ো সেঞ্চুরি দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের ইনিংস শুরু করলেন জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার বিকেএসপি মাঠে কলাবাগানের বিপক্ষে ১৫৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তামিম। তার এই রানে ভর করে মোহামেডানের সংগ্রহ ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৭ রান। ১৫৭ রান করতে তামিম খেলেন ১২৫ বল। যাতে রয়েছে ১৮টি  চার ও ৭ টি ছক্কার মার। এ রানের মধ্যদিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তামিম ইকবাল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান। গত লিগে নিষেধাজ্ঞা পাওয়ায় এবার মোহামেডানের প্রথম ম্যাচ খেলতে পারেননি তামিম। তবে ২য় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সতর্কতার সঙ্গে খেলতে থাকেন শুরু থেকেই। দলীয় নবম ওভারে সঞ্জিত সাহাকে ছক্কা মেরে নিজেকে মেলে ধরেন। ৬১ বলে পূর্ণ করেন অর্ধশতক। ১০২ বলে স্পর্শ করেন তিন অংকের কোটা। এরপরে শুরু হয় তামিম তাণ্ডব। পরের ২১ বলে করেন তৃতীয় অর্ধশতক। শেষ পর্যন্ত ১২৫ বলে ১৫৭ করে আউট হন ওই সঞ্জিতের বলে। তামিম ছাড়া মোহামেডানের আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। ৯ উইকেটে তারা সংগ্রহ করে ৩০৭ রান।