ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা বাউলের হাটে!

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ব্যাপক আয়োজনে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে গত শুক্রবার থেকে ৩ দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় মানের অনুষ্ঠান লোকউৎসব ‘বাউল হাট’। উৎসবের প্রথমদিনে আকর্ষণীয় আয়োজন ছিলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে লাঠিখেলা দেখতে ভিড় করেন হাজারো মানুষ। ফকির লালন শাহ, মরমী কবি পাগলা কানাই, সিরাজ শাহ্, বাউল দুদ্দু শাহ্, গাজী-কালু-চম্পাবতী, বাঘা যতীন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, কেপি.বসু, ইলা মিত্র, কবি গোলাম মোস্তফা প্রমুখ গুনীজন সমৃদ্ধ ইতিহাসের স্মরণীয় ব্যক্তিদের তীর্থ হচ্ছে ঝিনাইদহ।

এ সমস্ত বাউল সাধক ও কীর্তিমান ব্যক্তিদের স্মরণে ঝিনাইদহ জেলার হাজার বছরের লোক ঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠন ঝিনাইদহ থিয়েটার, ভোর হলো এবং লালন পরিষদ যৌথভাবে আয়োজন করেছে এই অনুষ্ঠানের। আগামী ১৯ ফেব্রুয়ারি আজ রোববার পর্দা নামবে এই জমজমাট অনুষ্ঠানের।