ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান চাষি ক্লাবে কৃষক-কৃষাণীদের নিয়ে (স্যোসাল গেম) খেলাধুলা ও পুরুস্কার বিতরন

 

ঝিনাইদহ প্রতিনিধি: গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান চাষি ক্লাবে কৃষক-কৃষাণীদের নিয়ে (স্যোসাল গেম) খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কৃষক নেতা ওমর আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের কৃষি স্ট্যান্ডিং কমিটির সভাপতি রমজান সর্দ্দার। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এইড ফাউন্ডেশন বাস্তবায়িত সুবিধা বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার অর্জন (ড্রিম) প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন বাবলুর রহমান, ফাহিমা খাতুন, কুতুব উদ্দীন, ড্রিম প্রকল্পের ময়না খাতুন। খেলা ধুলা পরিচালনা করেন ড্রিম প্রকল্পের তৌহিদুর রহমান ডিটো। আলোচনা পরিচালনা করেন ড্রিম প্রকল্পের ময়না খাতুন। ইউনিয়নের ৫টি ক্লাবের সমন্বয়ে প্রায় দু শতাধিক কৃষক-কৃষাণীরা বালতির ভেতর বল নিক্ষেপ, বালিশ বদল, চোখ বেঁধে হাড়ি ভাঙাসহ বিভিন্ন খেলায় অংশ নেয়। হাড়-ভাঙা পরিশ্রমের পরও কৃষক-কৃষাণীরা স্বতঃস্ফূর্তভাবে বিনোদনে অংশগ্রহণ করে। বিকেলে গৌধুলিলগ্নে মেহগনি বাগানে কৃষক-কৃষাণীদের খেলা দেখার জন্য বিভিন্ন এলাকার নারী-পুরুষ সমবেত হয়ে খেলা উপভোগ করেন। খেলা শেষে   প্রধান অতিথি কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের কৃষি স্ট্যান্ডিং কমিটির সভাপতি রমজান সর্দ্দার খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।