জয় দিয়ে বছর শুরু জুভেন্টাসের : রোনালদোর হ্যাটট্টিক

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্টিকের মধ্যদিয়ে কাইয়ারিককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন বছর শুরু করলো জুভেন্টাস। গত সোমবার ঘরের মাঠে সেরি আর ম্যাচে জয় পায় ইতালিয়ান ক্লাবটি। এ ম্যাচে আরেক গোলদাতা হিগুয়াইন। খেলার প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুল আর রোনালদোর চতুরতায় এগিয়ে যায় জুভেন্টাস। ডি-বক্সের বাইরে কাইয়ারিকের ডিফেন্ডার ক্লাভানের দেয়া পাস কেড়ে নিয়ে গোলরক্ষককে ফাঁকি করে বল জালে জড়ান রোনালদো। ৬৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডি-বক্সে পাওলো দিবালা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। রোনালদোর দিনে ৮১তম মিনিটে হিগুয়াইনের গোলের মধ্যদিয়ে ৩-০ গোলে জুভেন্টাস এগিয়ে গেলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় কাইয়ারিক। পরের মিনিটেই হ্যাটট্টিক পূরণ করেন সিআর সেভেন। ডান দিক থেকে দগলাস কস্তার পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে গোল পান সময়ের অন্যতম স্টাইকার।
কাইয়ারিকের বিপক্ষে রোনালদোয়ের এই হ্যাটট্টিকের ফলে সেরি আর প্রথম আর জুভেন্টাসের হয়ে দ্বিতীয় হ্যাটট্টিক পূর্ণ করলেন এই পর্তুগালের ফুটবলার। এর ফলে ক্লাব ও জাতীয় দল মিলে রোনালদোর এটি ৫৬তম হ্যাটট্টিক। আর জুভেন্টাসের হয়ে তার মোট গোলের সংখ্যা ১৫টি। টুর্নামেন্টে ১৮ ম্যাচে ১৪ জয় আর ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে জুভেন্টাস।