জয়ে শুরু ইতালির

মাথাভাঙ্গা মনিটর: প্রতিযোগিতামূলক ম্যাচেও জয় দিয়ে শুরু করলেন ইতালির কোচ আন্তনিও কন্তে। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর ইতালির কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় সিজার প্রানদেলিকে। দায়িত্ব দেয়া হয় সাবেক জুভেন্টাস কোচ আন্তনিও কন্তেকে। গত সপ্তায় তার অধীনে প্রথমবারের মতো প্রীতি ম্যাচে মাঠে নামে ইতালি। নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেন আন্তনিও কন্তে। গত মঙ্গলবার ইউরো ২০১৬’র বাছাই পর্বে ইতালি নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নেমেছিলো। প্রতিযোগিতামূলক ম্যাচেও শুভ সূচনা করলেন কন্তে। তার দল জিতেছে ২-০ গোলে। ম্যাচের ১৬ মিনিটে ইতালিকে এগিয়ে দেন সিমন জাজা। এটি ছিলো দেশের হয়ে দ্বিতীয় ম্যাচে তার প্রথম গোল। ২৩ বছর বয়সী এ ফরোয়ার্ড নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলেছিলেন। আর এদিন ৬২ মিনিটে দারুণ এক হেডের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন জুভেন্টাসের সেন্টার ব্যাক লিওনার্দো বানুচি। ব্রাজিল বিশ্বকাপে টানা দুটি হলুদ কার্ড দেখে এ ম্যাচে নিষিদ্ধ ছিলেন ইতালির স্ট্রাইকার মারিও বালোতেলি। ইতালি জয় পেলেও আক্রমণভাগে এদিন তার অনুপস্থিতি বুঝা গেছে।