জয়ে ফিরলো বার্সেলোনা

মাথাভাঙ্গা মনিটর: অবশেষে আবারও জয়ে ফিরলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গত শুক্রবার কোপা দেল রে’র শেষ ষোলোয় তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তৃতীয় শ্রেণির দল কার্তেগেনাকে। চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের কাছে ২-১ ও লা-লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে মওসুমের প্রথম হারের (১-০) পর আবার জয়ের দেখা পেলো জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। অবশ্য কার্তেগানার স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়েছিলো বার্সেলোনা। ১৬ মিনিটের মাথায় জোস ম্যানুয়েল পিন্টোর নিচু শট বার্সার জালে জড়িয়ে গেল এগিয়ে যায় স্বাগতিকরা। বার্সেলোনা শিবিরে তখন আরও একটি হারের শঙ্কা জেগে ওঠে। কিন্তু লিওনেল মেসি, জাভি ও ইনিয়েস্তাহীন বার্সেলোনা এরপর ঘুরে দাঁড়ায়। এদিন দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার কার্লোস পুওল। অধিনায়কের প্রত্যাবর্তনের ৩৬ মিনিটে খেলায় সমতা ফেরান পেদ্রো। তবে এর আগে ৩০ মিনিটে তিনি দারুণ একটি গোলের সুযোগ নষ্ট করেন। আর খেলার বয়স যখন ৭ মিনিট তখন চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সি সানচেজ যে মিসটি কারেন তা ছিলো অমার্জনীয়। তবে প্রথমার্ধের শেষ মিনিটে সেস ফ্যাব্রিগাস বার্সেলোনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বার্সা অনেক সুযোগ তৈরি করতে থাকে। কিন্তু সুযোগ কাজে লাগাতে অপেক্ষা করতে হয় ৭৬ মিনিট পর্যন্ত। এদিনের দুর্দান্ত পেদ্রো এ সময় আরও একটি গোল করে বার্সাকে আরও এগিয়ে দেন। দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন বার্সার ‘বি’ টিমের তরুণ সদস্য জেয়ান দোঙ্গো। শেষ ষোলোর ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর ন্যু ক্যাম্পে।