জয়াবর্ধনের শতকে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: গলে ব্যর্থ হলেও প্রিয় সিংহলিজ স্পোর্টস ক্লাবমাঠে স্বরূপে ফিরেছেন মাহেলা জয়াবর্ধনে। ডানহাতি এ ব্যাটসম্যানের অপরাজিতশতকে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বড় সংগ্রহ গড়ার পথে রয়েছে শ্রীলঙ্কা।গতকাল বৃহস্পতিবারের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩০৫রান। জয়াবর্ধনে অপরাজিত রয়েছেন ১৪০ রানে, অভিষিক্ত নিরোশান ডিকওয়েলা ব্যাট করছেন ১২রানে।এসএসসিতে এটি জয়াবর্ধনের ১১তম শতক। সব মিলিয়ে ৩৪তম। ডানহাতি এব্যাটসম্যানের ২২৫ বলের ইনিংসটি ১৬টি চার ও ১টি ছক্কায় সাজানো।টস জিতেব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে উপুল থারাঙ্গা ও কুমার সাঙ্গাকারার বিদায়ে শুরুটাভালো হয়নি শ্রীলঙ্কার। ক্যারিয়ারে পঞ্চমবারের মতো প্রথম বলেই বিদায় নেনসাঙ্গাকারা।ষষ্ঠ ওভারে ক্রিজে এসে কৌশল সিলভার সাথে ৯৯,অধিনায়কঅ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে ১৩১ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন জয়াবর্ধনে। দুটিজুটিই ভাঙেন জেপি ডুমিনি।দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও ডুমিনি দুটিকরে উইকেট নেন।গলের প্রথম টেস্টের দুই ইনিংসে ৩ ও ১০ রান আসে জয়াবর্ধনেরব্যাট থেকে। সেই ম্যাচে জিতে সিরিজে দু ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছেদক্ষিণ আফ্রিকা।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৩০৫/৫ (থারাঙ্গা ১১, সিলভা ৪৪, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ১৪০*, ম্যাথিউস ৬৩, ভিথানাগে ১৩, ডিকওয়েলা ১২*; স্টেইন২/৫৫, ডুমিনি ২/৫৮, মরকেল ১/৪২)।