জ্যামাইকার মাটিতে বোল্টের শেষ জয়

মাথাভাঙ্গা মনিটর: জ্যামাইকার মাটিতে শেষ দৌড়টি দিয়ে ফেললেন গতি মানব উসাইন বোল্ট। বিদায়বেলায় অবশ্য নিজের ফেভারিট ইভেন্ট ১০০ মিটারে শেষবারের মতো বিজয়ীর মুকুটটাও মাথায় নিয়ে গেছেন। ২০০২ সালে এই ট্র্যাকেই ওয়ার্ল্ড জুনিয়র আসরের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা বোল্টকে বিদায় জানাতে ৩০ হাজার ভক্ত-সমর্থকও যেন আবেগে মুষড়ে পড়েছিলো। ৩০ বছর বয়সী বোল্ট ঘরের মাঠের পরিচিত ট্র্যাকে শেষবারের মতো রেসার্স গ্র্যান্ড প্রিকে বিজয়ী হতে সময় নিয়েছেন ১০.০৩ সেকেন্ড। কিংবদন্তীকে বিদায় জানাতে এই দৌড়ের নাম দেয়া হয়েছিল ‘স্যালুট টু লিজেন্ড’। আগামী আগস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পরে অবসরের ঘোষণা দেয়া বোল্ট বলেছেন, ‘আমার মনে হয় না আজকে ১০০ মিটারে দৌড়াতে আমার যতোটা নার্ভাস লেগেছে তা আগে কখনো হয়েছে। এটা শুধুমাত্র আজকে এখানকার পরিবেশ ও মানুষদের জন্যই এমটা হয়েছে। যে ধরনের সমর্থন তারা আমাকে পুরোটা সময় দিয়েছে তা সত্যিই নার্ভাস হবার মতোই।’ প্রতিযোগিতা শেষ করে বোল্ট ট্র্যাকে ফিরে এসে ৫ নং লেনকে চুমু দিয়ে দাঁড়িয়ে শেষবারের মতো তার স্বভাবসুলভ লাইটিং-বোল্ট পোজ দেন।