জুনিয়র মেসির আনন্দের ফুটবল

মাথাভাঙ্গা মনিটর: বয়স এখনো দুই বছরও হয়নি। সদ্যই হাঁটতে শিখেছে। কিন্তু এই বয়সেও ফুটবলটা কীসুন্দর মানিয়ে যায় ছোট্ট পা দুটোর সাথে। টের পাওয়া যায় যে ফুটবলটা তাররক্তেই আছে। বলা হচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ২০ মাস বয়সীশিশুপুত্র থিয়াগো মেসির কথা। সম্প্রতি ইতালিতে বেড়াতে গিয়ে মেসিপুত্রজানান দিয়েছে নিজের ফুটবল প্রতিভার।
ইতালির সাবাউদিয়া সমুদ্রসৈকতে সবাইযখন গা এলিয়ে দিয়ে রোদ পোহাচ্ছিলো, তখন একটা ফুটবল নিয়ে মেতে ওঠে থিয়াগো।মহা আনন্দে দৌঁড়ে বেড়াচ্ছিলো রঙিন একটা বল নিয়ে। মাঝেমধ্যেই দু হাত ওপরেতুলে ফেটে পড়ছিলো উল্লাসে। ঠিক যেন গোল দিয়েছে বাবার মতো।বাবা যেমনদুর্দান্ত সব পারফরম্যান্স দেখিয়ে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন, তেমনি ছোট্ট মেসিও অনেক ভক্ত জুটিয়ে ফেলেছিলো সমুদ্রসৈকতে। মেসির ছোট্ট এইআদুরে পুত্রটিকে বল নিয়ে ছুটোছুটি করতে দেখে হাততালি দিয়ে উত্সাহ দিয়েছিলেনউপস্থিত অনেকেই।বিশ্বকাপের পর স্ত্রী-পুত্র নিয়ে ইতালিতে ছুটি কাটাচ্ছেন মেসি।