জীবননগরে শীতকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ৪৩তম শীতকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর হতে উপজেলার ৪টি ভেন্যু জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়, উথলী মাধ্যমিক বিদ্যালয় ও আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়মাঠে ইউনিয়ন জোনভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। এ জোনভিত্তিক চ্যাম্পিয়নদের নিয়ে গতকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বালকদের ক্রিকেটে উথলী মাধ্যমিক বিদ্যালয় জীবননগর উপজেলা আলিম মাদরাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং মেয়েদের ক্রিকেটে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন, ছেলেদের ভলিবলে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন, মেয়েদের ভলিবলে আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন, বালকদের ব্যাডমিন্টনে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের রকিবুল ও তার সঙ্গী উথলী মাধ্যমিক বিদ্যালয়ের রায়হান ও তার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন, মেয়েদের ব্যাডমিন্টনে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শোভা ও তার দল হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রুমামা ও তার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং ছেলেদের একক ব্যাডমিন্টনে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের রকিবুল ও মেয়েদের একক ব্যাডমিন্টনে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শোভা আক্তার উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান তাদের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আ. লতিফ অমল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন।