জিম্বাবুয়ে সিরিজ হচ্ছেই: পিসিবি প্রধান

মাথাভাঙ্গা মনিটর: জিম্বাবুয়ের পাকিস্তান সফর নিয়ে শেষ মুহূর্তে দেখা দেয়া সংশয় দূর হয়ে গেছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। গত বুধবার পাকিস্তানের করাচিতে শিয়া ধর্মাবলম্বীদের ওপর হামলায় ৪৫ জন প্রাণ হারায়। এরপর বৃহস্পতিবার জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা ঝুঁকি থাকায় সফরটি নাও হতে পারে।
অবশ্য বিবৃতিটি দেওয়ার ২০ মিনিট পর জেডসির এক মুখপাত্র জানান, সফর বাতিল এখনও চূড়ান্ত নয়।  এরপর শুক্রবার শাহরিয়ার জানান, জেডসির প্রধান উইলিয়াম মানাসের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। মানাসে তাকে দল পাঠানোর ব্যাপারে আশ্বস্ত করেছেন। পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। সবকটি ম্যাচই হবে লাহোরে। ২২ ও ২৪ মে হবে দুটি টি-টোয়েন্টি। ২৬ মে হবে প্রথম ওয়ানডে। তিন ম্যাচের সিরিজের বাকি দুটি ওয়ানডে ২৯ ও ৩১ মে। গতকাল শনিবার থেকে সিরিজের টিকেট বিক্রি শুরু হওয়ার কথাও জানায় পিসিবি।
শেষ পর্যন্ত পাকিস্তানে গেলে জিম্বাবুয়েই হবে ২০০৯ সালের পর পাকিস্তান সফর করা প্রথম টেস্ট খেলুড়ে দল। ২০০৯ সালের মার্চ মাসে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঢোকার পথে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসের ওপর হামলা করেছিল বন্দুকধারীরা। কয়েকজন খেলোয়াড় এতে আহতও হয়েছিলেন। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আর সাধারণ মানুষ মারাও যান। এ ঘটনার জন্য ম্যাচটি পণ্ড হয় এবং সফর বাতিল করে শ্রীলঙ্কা দেশে ফিরে যায়। এরপর থেকে পাকিস্তানকে তাদের হোম ম্যাচগুলো দেশের বাইরে খেলতে হচ্ছে। আর সাধারণত তারা সংযুক্ত আরব আমিরাতেই খেলে। আইসিসি আর পূর্ণ সদস্য দেশগুলো পাকিস্তানকে নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করে।